বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

জামালপুর সদরের ইতিহাস ও ঐতিহ্য

পটভূমি:
          জামালপুর নামকরণ নিয়ে অনেক লোকগঁথা এবং ধর্মীয় ঐতিহ্য জড়িয়ে নানা মুখী কাহিনী ও নানা ধরনের ইতিহাস রয়েছে। তবে নানা মতবাদ থাকা সত্বেও একটি বিষয়ে সকলেই প্রায় ও অভিন্ন মত পোষণ করেন। এ জনপদের পূর্বনাম ছিল সিংহজানী। ১৯৫৪ সালে  মূদ্রিত “জামালপুরের গণ ইতিবৃত্ত” বইয়ের লেখক আলহাজ্জ্ব গোলাম মোহাম্মদ হযরত শাহ জামাল (রহ) সম্পর্কে তার গ্রন্থে উল্লেখ করেছেন “ভারত সম্রাট আকবরের রাজত্ব কালে আরবের ইয়েমেন প্রদেশ হতে দেশভ্রমন উপলক্ষ্যে হযরত শায়খ জামাল নামক একজন কামেল এই উপমহাদেশে আগমন করেন এবং ইহার প্রকৃতিক সেন্দৈর্যে মুগ্ধ হয়ে স্বচ্ছতোয়া ব্রক্ষপুত্র নদের দক্ষিণে তীরে সিংহজানী বর্তমান জামালপুর নামক স্থানে তাহার আস্তান া স্থাপন করত: মোয়াকাবা রত থাকেন। তাহার কুচ্ছ সাধন  ও অলেকিাক ক্ষমতার কথা অছিরেই দিল্লী পর্যন্ত পেছিলে  মাহমান্য ভরত সম্রাট তাহার খানকায়ে শরীফের ভ্যয়ভার নির্বাহের জন্য বর্তমান  জামালপুরের অন্তর্গত কয়েকটি পরগনা “পীরপাল” প্রদান পূর্বক পীর সাহেবের নিকট ৈইহার সনদ পাঠাইয়া  দেন । এভাবেই হযরত শাহ জমাল (রহ) এর ধর্মপ্রচার প্রসারিত হতে থাকেএবং তার নাম চারি দেকে ছড়িয়ে পড়তে থাকে। এভাবেই  জামালপুর নামটি এ অঞ্চলের মানুয়ের মনের মধ্রে গ্রথিত হতে থাকে এব জামালপুর নামটি  সারা ভারত বর্ষে প্রচারিত হতে থাকে। পরবতীতে সরকারী ভবে এ জনপ দের নাম জামালপুর হিসেবে স্বীকৃতি লাভ করে।


বৃটিশ শাসনামলে জামালপুর মহকুমা ময়মনসিংহ জেলার অন্তর্ভূক্ত ছিল। ১৮৫৩ সালে জামালপুর সদর থানা প্রতিষ্ঠা লাভ করে। জামালপুর সদর থানাটি জামালপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে প্রশাসন বিকেন্দ্রীয়করণের লে এটি ১৯৮৩ সালে উপজেলায় নামকরণ করা হয়। এ ‍উপজেলায় ১টি পৌরসভা,১৫টি েইউনিয়ন,৩৭৬টি মৌজা ৈএবং৩৩৩টি গ্রাম রয়েছে। ব্রক্ষপুত্র নদের তীরে ও জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশ্বে উপজেলা হেড়কোয়ার্টার অবস্থিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন